পশ্চিম তীরে দুই ইসরাইলি সেনা নিহত, আহত ৮
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম
অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।এছাড়া গুলিতে আহত হয়েছেন ইসরাইলি আরও ৮ সেনা।
মঙ্গলবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরাইলি সৈন্য হতাহতের এই ঘটনা ঘটেছে।
গুলিতে আহত দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন হালকা জখম হয়েছেন বলে ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জর্ডান ভ্যালির তায়াসিরের কাছে ইসরাইলি সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে গোলাগুলির এই ঘটনা ঘটে।
তায়াসিরে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালানো হামলাকারীর কাছে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল। সেখানকার একটি বাঙ্কার থেকে বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান হামলাকারী। অন্য সৈন্যদের লক্ষ্য করেও গুলি ছোড়েন তিনি।
পরে ইসরাইলি সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে
উপত্যকার জেনিন, তুলকরাম ও অন্যান্য স্থানে ইসরাইলি অভিযান ঘিরে তীব্র উত্তেজনার মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতাহত হয়েছে।