![এখন কী করছেন বাইডেন?](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/joe-biden-67a1e82e795af.jpg)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নিয়েছে জো বাইডেন। এরপরই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের মেধাভিত্তিক একটি সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তিকে তার প্রেসিডেন্ট-পরবর্তী কর্মজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সংস্থাটি তার প্রতিনিধিত্ব করেছে। খবর এনডিটিভির।
সিএএর কো-চেয়ার রিচার্ড লোভেট এক বিবৃতিতে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে জো বাইডেন যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানিত ও প্রভাবশালী কণ্ঠস্বর।
তিনি আরও বলেন, ‘জনসেবার প্রতি তার আজীবনের অঙ্গীকার ঐক্য, আশাবাদ, মর্যাদা ও সম্ভাবনার প্রতীক। তার সঙ্গে আবারও অংশীদারত্ব করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার পর দুই সপ্তাহ কেটে গেছে। এখনো পর্যন্ত তার কোনও নতুন বই বা প্রকল্পের কাজ চলছে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
বাইডেন তার পূর্ববর্তী কর্মজীবনের সময়ও মেধাভিত্তিক সংস্থাটির সঙ্গে চুক্তি করেছিলেন। চুক্তির অধীন ২০১৭ সালে তার স্মৃতিকথা ‘প্রমিজ মি. ড্যাড: আ ইয়ার অব হোপ, হার্ডশিপ অ্যান্ড পারপাস’ প্রকাশিত হয়।