Logo
Logo
×

আন্তর্জাতিক

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরাইল

ছবি: সংগৃহীত

গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে। 

এক প্রতিবেদনে আরব নিউজ বলেছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। 

গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে, যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  সেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয় 

ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ‘হামাসের বিরুদ্ধে বিজয়’, ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্ত করার বিষয়ে আলোচনা করবেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম