ইমরানের মুক্তিতে মার্কিন চাপের সম্ভাবনা উড়িয়ে দিল পাকিস্তান
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম
![ইমরানের মুক্তিতে মার্কিন চাপের সম্ভাবনা উড়িয়ে দিল পাকিস্তান](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/ezgif-4920232375af1-67a1d82acc03a.jpg)
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান-মার্কিন সম্পর্ক ব্যক্তি বা কোনো নির্দিষ্ট দলের ওপর নির্ভরশীল নয়, বরং এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়।
সোমবার জিও নিউজের ক্যাপিটাল টক অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিধি অনেক বিস্তৃত। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল বা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়।
ট্রাম্প প্রশাসনের ওপর ভরসা করছে পিটিআই
প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন, যখন একদল মার্কিন কংগ্রেসম্যান ইমরান খানের মুক্তির পক্ষে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দেন। পিটিআইও ট্রাম্প প্রশাসনের ওপর আশাবাদী, তারা পাকিস্তানের বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করবে ইমরানের মুক্তির জন্য।
তবে খাজা আসিফ ইঙ্গিত দেন যে, এই মার্কিন কংগ্রেস সদস্যদের অনেকেই পরে তাদের পোস্ট মুছে ফেলেছেন। তিনি বলেন, এটি লক্ষ্য করা উচিত যে কিছু মার্কিন আইনপ্রণেতা তাদের টুইট মুছে ফেলেছেন। তবে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে।
খাজা আসিফের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গত মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং ট্রাম্পের পররাষ্ট্র নীতির টিম ও মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। ওই সফর সম্পর্কে নকভি বলেছিলেন যে, শীঘ্রই এর ইতিবাচক ফলাফল আসবে এবং পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।
সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতকে দায়ী করলেন আসিফ
সন্ত্রাসবাদ ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানে থাকা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) মতো সংগঠনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ব্যবহার করছে।
তিনি বলেন, এই উন্নত অস্ত্রের ব্যবহারের কারণে সন্ত্রাসী হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে এবং প্রাণহানির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের সেনাবাহিনী এবং জনগণের প্রতিরোধ ক্ষমতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করবে।
এছাড়া তিনি দাবি করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য দায়ী। তিনি বলেন, আমরা তালেবান সরকারকে প্রমাণসহ তথ্য দিয়েছি যে, ভারতীয় কনস্যুলেটগুলো আফগানিস্তানের জালালাবাদসহ সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করছে।