Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের নিন্দা ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের নিন্দা ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে বিশেষ করে জেনিন শরণার্থীশিবিরে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে ইরান। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হামলা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলি সহিংসতার নিন্দাও জানিয়েছেন।

ফিলিস্তিনি বেসামরিকদের হত্যা, গণগ্রেফতার এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসসহ ইসরাইলি সরকারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনেরও নিন্দা করেছেন তিনি।

গাজা যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে ইসরাইলি গণহত্যা জোরদারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের বিশেষ করে ফিলিস্তিনি অধিকার বিষয়ক বিশেষ দূতের সতর্কবার্তা উল্লেখ করে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইসলামী ও  আঞ্চলিক দেশগুলোকে দখলদার ইসরাইলি সরকারের নৃশংসতা রোধে গুরুতর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 ইসমাইল বাঘাই ‘ফিলিস্তিনিদের গণহত্যা’ বন্ধে জাতিসংঘ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অন্যান্য গুরুতর লঙ্ঘন বন্ধে তাদের আইনি ও নৈতিক দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রনেতাদের আহ্বান জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম