Logo
Logo
×

আন্তর্জাতিক

কাতারের প্রত্যাশা: গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমর্থন দেবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

কাতারের প্রত্যাশা: গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমর্থন দেবেন ট্রাম্প

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহা আশা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং বন্দি বিনিময় চুক্তিকে সমর্থন করবেন। আগামীকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।  

আল-আনসারি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে স্পষ্ট বার্তা আশা করছি যে, তিনি এই শান্তি আলোচনার পক্ষে এবং পুরো প্রক্রিয়াকে সমর্থন করবেন। 

তিনি আরও জানান, যুদ্ধবিরতির ১৬তম দিনে ইসরাইলি প্রতিনিধিদলের দোহায় আসার কথা ছিল, তবে তারা এখনো আসেনি। মুখপাত্র বলেন, কাতার চায় ট্রাম্প নেতানিয়াহুকে বোঝান যে তিনি মধ্যস্থতা, বন্দিদের মুক্তি এবং আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। ট্রাম্পের আশ্বাস পেলে নেতানিয়াহু যেন দ্রুত তার আলোচক দলকে দোহায় পাঠান। 

এদিকে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের নতুন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার কাতারকে দ্বৈত নীতি অনুসরণের অভিযোগে অভিযুক্ত করেছেন।  তার মতে, কাতার একদিকে হামাসকে অর্থায়ন করছে, আবার অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। 

তবে আল-আনসারি এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, আমরা এতদিন ধরে অন্যদের সৃষ্টি করা সংকট সামলাচ্ছি।  যারা রাজনৈতিক স্বার্থে আমাদের দোষারোপ করছে, তারা নিজেদের দায় এড়াতে চাইছে।  

তিনি আরও বলেন, যারা কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা যেন মুক্তি পাওয়া বন্দিদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। 

তিনি উল্লেখ করেন, যেদিন কোনো মা তার সন্তানকে ফিরে পেয়েছেন, সেদিন তিনি কাতারকে ধন্যবাদ জানিয়ে আমাকে বার্তা পাঠিয়েছেন। আর সেটিই কাতারের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম