Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

সিরিয়ায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ৩৫

সিরিয়ার উত্তরে আলেপ্পোতে ভয়াবহ এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সোমবার আলেপ্পোর উত্তর-পূর্বাঞ্চলের মানবিজ শহরে এ বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, একটি গাড়ির কাছে এই শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। গাড়িটি কর্মরত নারী ও কিশোরীদের বহন করছিল।

ঘটনার পরপরই সিরিয়ার সিভিল ডিফেন্সের অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দিতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

তবে এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার সরকারি কর্তৃপক্ষও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যদিও বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর এ ঘটনায় দেশটিতে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম