ইউরোপজুড়ে শেয়ারমার্কেটে বড় দরপতন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
![ইউরোপজুড়ে শেয়ারমার্কেটে বড় দরপতন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/Europe-67a0daad09de9.jpg)
মেক্সিকো, কানাডা ও চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুল্ক আরোপের খবরে সোমবারই দরপতন শুরু হয়েছে ইউরোপজুড়ে শেয়ার মার্কেটগুলোতে। ফ্রান্স ও জার্মানিতে শেয়ার সূচক দুই শতাংশ এবং লন্ডনে শেয়ার সূচক ১ দশমিক ২ শতাংশ কমেছে।
এর মধ্যে গাড়ির কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে গেছে।
ধারণা করা হচ্ছে, গাড়ি নির্মাণশিল্প শুল্ক আরোপের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ফিয়াট ও জীপের মতো কয়েকটি ব্রান্ডের শেয়ারের দাম পড়েছে প্রায় ৬ শতাংশ।
অন্যদিকে ইউরোপিয়ান ব্রান্ড ভক্সওয়াগনের দাম ৫ দশমিক ৭, মার্সিডিজ ৪ দশমিক ৪ ও বিএমডব্লিউর শেয়ারের দাম ৪ শতাংশ কমেছে।