Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬২,০০০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম

গাজা গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬২,০০০

গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। এতে উপত্যকাজুড়ে দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। 

গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ রোববার এই পরিসংখ্যান প্রকাশ করেন। 

তিনি বলেন, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যাদের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ জন। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১টি শিশু রয়েছে। এদের মধ্যে নবজাতক ছিল ২১৪টি।

গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ‘ইসরাইলি বাহিনী ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে’।   

সালামা মারুফ জানান, ‘যুদ্ধকালে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ২৫ বারেরও বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।’

মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরাইলি আগ্রাসনকালে গাজায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জম গাজার আল-রাশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন, ‘মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করেছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।’ সূত্র: আল-জাজিরা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম