Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে গিয়ে ‘নিখোঁজ’ তিন ভারতীয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

ইরানে গিয়ে ‘নিখোঁজ’ তিন ভারতীয়

ব্যবসার কাজে ইরানে গিয়ে ‘নিখোঁজ’ হয়েছেন তিন ভারতীয়। তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ওই তিন ভারতীয় নাগরিকের খোঁজ নিতে ইরানের প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানে গিয়ে যে ভারতের তিন জন নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে সরকার অবগত। তিন জনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তিন জনই ব্যবসায়িক কাজের সূত্রে ইরানে গিয়েছিলেন। কিন্তু পৌঁছনোর কিছু পরেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নয়াদিল্লিতে ইরানের দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। নিখোঁজ তিন ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান কর্তৃপক্ষকে অনুরোধ করেছে ভারত। 

২০২৪ সালের ডিসেম্বরে ইরানে গিয়েছিলেন যোগেশ পাঞ্চাল এবং মোহাম্মদ সাদিক। সম্প্রতি ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসামুক্তি প্রকল্প চালু করেছিল। ১৫ দিনের সেই প্রকল্পের সুবিধা নিয়েই যোগেশ এবং সাদিক ইরানের উদ্দেশে রওনা দেন। 

তেহরানে একটি হোটেলে উঠেছিলেন তারা। তার পর থেকে তাদের আর খোঁজ মেলেনি। চলতি বছরের জানুয়ারি মাসে ইরানে গিয়েছিলেন সুমিত সুদ। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবারের।

আনন্দবাজার পত্রিকা

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম