Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

ইয়াল জামির। ছবি: সংগৃহীত

ইসরাইলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আজ (শনিবার) সন্ধ্যায় (ইসরাইলি সামরিক বাহিনীর) পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। ’

জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন।  হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিন পর গত ২১ জানুয়ারি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন।

৫৯ বছর বয়সি জামির ২০২৩ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, হালেভির কাছে শীর্ষ পদ হারানোর পর তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। জামির ২০২১ সাল পর্যন্ত ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি গাজার জন্য নিযুক্ত সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবে জামির গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশকারী আক্রমণাত্মক সুড়ঙ্গগুলোকে ধ্বংসের চেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

প্রসঙ্গতম, হালেভির ঘোষণার কিছুক্ষণ পরেই, ২০২৩ সালে সামরিক বাহিনীর ব্যর্থতার জন্য দক্ষিণ কমান্ডের যুদ্ধকালীন প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম