Logo
Logo
×

আন্তর্জাতিক

রাফা সীমান্ত দিয়ে গাজার ৩৭ রোগীকে মিশরে স্থানান্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

রাফা সীমান্ত দিয়ে গাজার ৩৭ রোগীকে মিশরে স্থানান্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইসরাইলের ১৫ মাসব্যাপী নিরলস হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা। যুদ্ধবিরতি কার্যকরের পর হলেও বহু আহত মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।  এমন পরিস্থিতির মধ্যে শনিবার ৩৪ শিশু ও ৩ প্রাপ্তবয়স্ককে উন্নত চিকিৎসার জন্য মিশরে স্থানান্তর করা হয়েছে। যা ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো রাফা সীমান্ত দিয়ে স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু হলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানান, গুরুতর অসুস্থ এসব রোগীকে চিকিৎসার জন্য মিশরে নেওয়া হয়েছে।  তিনি মিশর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‌‌‌‌‌‌গাজা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মিশরকে ধন্যবাদ জানাই।  

তিনি দ্রুত আরও রোগীদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রোগীদের জীবন বাঁচাতে সব সম্ভাব্য পথ ব্যবহার করে চিকিৎসা স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। হাজারো মানুষের জীবন এখন এর ওপর নির্ভর করছে।  

গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ সংকটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।  ইসরাইলের হামলার কারণে বহু হাসপাতাল আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে গুরুতর অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।  বিদ্যুৎ, অক্সিজেন, পরিষ্কার পানি এবং জীবনরক্ষাকারী ওষুধের অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

চিকিৎসকরা সীমিত সংস্থান দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যথাযথ চিকিৎসার অভাবে প্রতিদিন গাজায় বহু মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। সীমান্ত খুলে দিয়ে মানবিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম