পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ এএম
![পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/jenin-679eeeb2a9c17.jpg)
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে তিনটি পৃথক বোমা হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ১৬ বছর বয়সি কিশোর রয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুদিন পর ২১ জানুয়ারি থেকে উত্তর পশ্চিম তীরের শহরটিতে অভিযান জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলে বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের পূর্বাঞ্চলীয় একটি এলাকায় ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সি আহমেদ আল সাদি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাবাতিয়া শহরে একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে চালানো দ্বিতীয় হামলায় দুজন নিহত হয়েছেন।আর মধ্য জেনিনে তৃতীয় হামলায় আরও দুজন নিহত হয়েছে।
জেনিনের গভর্নর কামাল আবু আল রুব সংবাদ সংস্থা এএফপিকে জানান, সাদি নিহত হওয়ার পর কাবাতিয়ায় একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে আরও দুই যুবক নিহত হয়েছে। কিছুক্ষণ পর, জেনিনে আরেকটি ড্রোন হামলায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক নিহত হয়।