Logo
Logo
×

আন্তর্জাতিক

আরও ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

আরও ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিল হামাস

ফরাসি-ইসরাইলি নাগরিক ওফের কালদেরন। ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।  শনিবার (১ ফেব্রুয়ারি) তাদেরকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাসের সদস্যরা। 

আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে ফরাসি-ইসরাইলি নাগরিক ওফের কালদেরন এবং ইসরাইলি নাগরিক ইয়ার্ডেন বিবাসকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রায় এক ঘণ্টা পর গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে একই রেড ক্রস কর্মকর্তাদের কাছে আমেরিকান-ইসরাইলি নাগরিক কিথ সিগেলকে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খান ইউনিস এবং গাজা- উভয় স্থানে শত শত হামাস যোদ্ধাকে লাইনে দাঁড়িয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।  এই দুই স্থানে কালদেরন, বিবাস এবং সিগেলকে পৃথকভাবে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় কালদেরন এবং বিবাসকে উপস্থিত ফিলিস্তিনিদের হাত নাড়তে এবং অভিবাদন জানাতে দেখা গেছে।

ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা তারেক আবু আযম এবারের বন্দি বিনিময়কে আগের ধাপগুলোর তুলনায় ‘সুসংগঠিত’ বলে বর্ণনা করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরাইলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস।  এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পায় ১১০ ফিলিস্তিনি। 

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস।  বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইলি কর্তৃপক্ষ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম