Logo
Logo
×

আন্তর্জাতিক

বাইডেনের আটকানো ২৪ হাজার রাইফেল ইসরাইলকে দিতে পারেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৮ এএম

বাইডেনের আটকানো ২৪ হাজার রাইফেল ইসরাইলকে দিতে পারেন ট্রাম্প

ছবি: সংগৃহীত।

ইসরাইলকে ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল দিতে পারে ট্রাম্প প্রশাসন। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ চালানের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।

নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরাইলে ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল সরবরাহের ওপর সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি 

ব্লিঙ্কেনের আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করতে পারে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল তিন কিস্তিতে ৩৪ মিলিয়ন ডলারের ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল অর্ডার করেছিল।  তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন পররাষ্ট্র দপ্তরকে অস্ত্রের চালান সরবরাহ না করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। 

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে অনুসারে, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আশঙ্কা করেছিলেন, রাইফেলগুলো অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারী দখলদারদের হাতে চলে যেতে পারে অথবা ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় এগুলো ব্যবহার করতে পারে। 

২০২৩ সালের অক্টোবরে অতি-ডানপন্থি রাজনীতিবিদ এবং ইসরাইলের সাবেবক নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছিলেন, তিনি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সুরক্ষার জন্য সশস্ত্র বেসামরিক মিলিশিয়া তৈরি করবেন। 

এর আগে ইসরাইলকে ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ইসরাইলকে ২০০০ পাউন্ড (৯০০ কেজি) বোমা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম