সিরিয়ার জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান সিরিয়ার ঐক্য এবং সে দেশের জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করবে। কাতারের গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করি এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার পক্ষে থাকব।
তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণকে সহায়তা দিতে ইরানের প্রস্তুতির কথাও জানিয়েছেন এবং চলমান সংঘাতে তাদের দৃঢ়তার প্রশংসা করেছেন।
আরাগচি গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং সম্প্রতি অনুষ্ঠিত বন্দি বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রশংসা করেন। তিনি ৭ অক্টোবরের ঘটনাকে ফিলিস্তিনি আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেন।
আরাগচি বলেন, এটি ফিলিস্তিন ইস্যুটিকে পুনরুজ্জীবিত করেছে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রধান আলোচনার বিষয় বানিয়েছে।
এর আগে এই সপ্তাহে, আরাগচি কাতারের রাজধানী দোহা সফর করেন, যেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং হামাস নেতাদের সঙ্গে বৈঠক করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ইরান তার পক্ষে আঞ্চলিক শক্তি হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে তার অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। সিরিয়ায় আসাদের শাসন অবসানে ইরানকে তার রাজনীতি পুনর্গঠন এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।