Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ এএম

যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় দুই আরোহী ও চারজন পাইলটসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, রুজভেল্ট বুলেভার্ড অ্যান্ড কটম্যান এভিনিউ এলাকার কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধস্ত হয়। এটি ফিলাডেলফিয়া থেকে মিসৌরি অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে যাচ্ছিল।  

ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দুর্ঘটনা নিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে জানানো হয়, একটি বড় ঘটনা ঘটেছে এবং আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টে জনসাধারণকে ওই অঞ্চলটি এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

এডিএসবি এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি ১,৬৫০ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই হঠাৎ নেমে যেতে শুরু করে। চূড়ান্ত অবতরণগত গতি ছিল প্রতি মিনিটে ১১,০০০ ফুট।

একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন বিমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তখন লাইভ এটিসি ডট নেটে শোনা যায় মেডিভ্যাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। মেডিভ্যাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন? ১ মিনিটের কিছু বেশি সময় পরে কন্ট্রোলারকে বলতে শোনা যায় 'আমরা একটি হারানো বিমান পেয়েছি।

জেট রেসকিউ যা এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে। জানিয়েছে যে ফ্লাইটটিতে একজন শিশু রোগী তার অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে, আমরা কোনো জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে পারছি না।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান কেওয়াইডাব্লিউ জানিয়েছে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জেট রেসকিউ এক বিবৃতিতে বলেছে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত কোনো নাম প্রকাশ করা হবে না। আমাদের তাৎক্ষণিক উদ্বেগ হলো রোগীর পরিবার, আমাদের কর্মী, তাদের পরিবার এবং যে অন্য ভুক্তভোগীরা থাকতে পারেন তাদের নিয়ে। আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

এর আগে স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে সেনা হলিকপ্টার ও একটি যাত্রীবাহী প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের মৃত্যু হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম