Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছে। শেষ ৪৮ ঘণ্টায় সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইইউ একটি রোডম্যাপ তৈরি করেছে বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরই বিষয়টি সামনে এলো।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির সংবিধান স্থগিত করার পর আহমেদ আল-শারাকে একটি অস্থায়ী আইনসভা পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনসভা পরিষদ নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।

নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক অপারেশনস সেক্টরের মুখপাত্র হাসান আবদেল ঘানি এ ঘোষণা দেন। তিনি জানান, দেশটির সব সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে।

পরিবর্তনের পথ

সিরিয়ায় এই পরিবর্তন আসে আল-শারার গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (HTS) নেতৃত্বাধীন একটি অভিযানের পর। যা গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে।

নতুন অন্তর্বর্তী সরকার মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের প্রশাসন থেকে কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট আল-শারা একটি জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

তবে এই প্রক্রিয়াটি প্রায় চার বছর সময় নিতে পারে বলেও উল্লেখ করেছেন সিরীয় নেতা।

তিনি একটি জাতীয় ঐকমত্যের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয় করাটা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে আরব সেন্টার ওয়াশিংটন ডিসির বিশ্লেষক রাদওয়ান জিয়াদেহ সিরিয়ায় এই পরিবর্তনকে ‘বেসামরিক শাসনের কাছে ক্ষমতার স্থানান্তর’ বলে অভিহিত করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম