Logo
Logo
×

আন্তর্জাতিক

উগান্ডায় ইবোলায় নার্সের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম

উগান্ডায় ইবোলায় নার্সের মৃত্যু

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশে উগান্ডার রাজধানী কাম্পালায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা অ্যাটওয়াইন বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বুধবার (২৯ জানুয়ারি) কাম্পালার একটি হাসপাতালে মারা যান ৩২ বছর বয়সি ওই ব্যক্তি। মারা যাওয়া নার্স কেনিয়ার সীমান্তবর্তী কাম্পালা থেকে ২৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত এমবালেতে অবস্থিত একটি সরকারি হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য যান।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, রোগীর অনেক অঙ্গ কাজ করছিল না। মুলাগো ন্যাশনাল রেফারেল হাসপাতালে এই অসুস্থতার কারণে মারা যান তিনি। তার ময়নাতদন্তের নমুনায় সুদান ইবোলা ভাইরাস নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ জন স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ৪৪ নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে, অত্যন্ত সংক্রামক ভাইরাসের সম্ভাব্য বিস্তার রোধ করার প্রচেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের সংস্পর্শে আসা সব ব্যক্তির জন্য অবিলম্বে একটি টিকাদান অভিযান শুরু করা হবে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করেছে। একই সঙ্গে উগান্ডাবাসীদের সন্দেহভাজন কিছু মনে হলে কর্তৃপক্ষকে জানাতে বলেছে।

উল্লেখ্য, উগান্ডা সর্বশেষ ২০২২ সালের শেষের দিকে একটি প্রাদুর্ভাবের শিকার হয়েছিল, যেখানে সংক্রামিত ১৪৩ জনের মধ্যে ৫৫ জন মারা গিয়েছিলেন। মৃতদের মধ্যে ছয়জন স্বাস্থ্যকর্মী ছিলেন। পূর্ব আফ্রিকার এই দেশটিতে ২০০০ সাল থেকে এই ভাইরাসজনিত রোগের ৯টি প্রাদুর্ভাব দেখা দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম