
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:১১ এএম
মালদ্বীপের পর্যটনমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সালকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে কী কারণে পর্যটনমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আজই (মঙ্গলবার) বরখাস্তের এ আদেশ কার্যকর হবে এবং মন্ত্রণালয়টির অন্তর্বর্তীকালীন দায়িত্বে ইব্রাহিম ফয়সালের স্থলাভিষিক্ত হবেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাইদ।
সদ্য সাবেক এই মন্ত্রীর নিয়োগ নিয়ে কিছু বিতর্ক থাকলেও, তার মন্ত্রিত্ব থাকাকালীন প্রথমবারের মতো ২০ লাখ পর্যটকের কোটা পূর্ণ করে মালদ্বীপ।