সাইবার হামলার শিকার চীনের তৈরি এআই ডিপসিক, নিবন্ধন বন্ধ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম
![সাইবার হামলার শিকার চীনের তৈরি এআই ডিপসিক, নিবন্ধন বন্ধ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/28/deepseek-2-6798b571aa7c7.jpg)
বিশ্বজুড়ে ইতিমধ্যে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি লাভ করেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক। তবে সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে কোম্পানিটি। এর ফলে সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে ডিপসিক।
কোম্পানিটির নতুন ‘আর১’ এআই মডেলটি বিশ্বব্যাপী সবার নজর কাড়ার পর এই হামলার শিকার হয়েছে স্টার্টআপটি। ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্টটি অ্যাপলের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে পৌঁছেছে। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রেট করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে এটি। এ ছাড়া, গুগল প্লে স্টোরেও অনেক বেশি ডাউনলোড হচ্ছে অ্যাপটি।
নিজেদের স্ট্যাটাস পেজে ডিপসিক জানিয়েছে, বেইজিং সময় অনুযায়ী গত সোমবার রাতে সমস্যাটি তদন্ত শুরু করে কোম্পানিটি। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করার পর কোম্পানিটি জানায় যে, প্ল্যাটফর্মটি বড় আকারের সাইবার হামলার শিকার হয়েছে। ডিপসিক নিবন্ধন সীমিত করলেও বিদ্যমান ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে লগ ইন করতে পারছিলেন। ডিপসিকের অ্যাপটি একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা ওপেনএআই-এর চ্যাটজিপিটি চ্যাটবটের মতো।
অপরদিকে, কম খরচে এবং কমসংখ্যক চিপ ব্যবহারের অ্যাপটি তৈরি করার খবরে গত সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে এনভিডিয়া কোম্পানি প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে। এনভিডিয়া যে পরিমাণ বাজারমূল্য হারিয়েছে, তা এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি। গতকাল দিনের শুরুতে বাজারের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানি ছিল এটি, যার বাজারমূল্য ছিল ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। কারণ গত দুই বছরে এর শেয়ার মূল্য দুই গুণ বেড়েছিল। কিন্তু দিনের শেষে এটি অ্যাপল ও মাইক্রোসফটের পরে তৃতীয় স্থানে নেমে যায়।
ডিপসিকের সাফল্যে মুগ্ধ হয়েছেন প্রযুক্তি বিনিয়োগকারীরা। কারণ মাত্র ৫ মিলিয়ন ডলার খরচ করে গুগলের জেমিনি ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে কোম্পানিটি। অন্যদিকে একই ধরনের চ্যাটবট তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার খরচ করেছে।
এ ছাড়া ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।
ডিপসিকের মডেলটি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাবে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।