Logo
Logo
×

আন্তর্জাতিক

আব্রাহাম চুক্তি জোরদারে বাহরাইনের বাদশাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

আব্রাহাম চুক্তি জোরদারে বাহরাইনের বাদশাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পুরনো যাত্রা নতুন করে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে আলোচিত আব্রাহাম অ্যাকর্ডের ওপর জোর দিয়েছেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইসরাইল, বাহরাইন, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আব্রাহাম চুক্তি নামে এটি সম্পাদিত হয়। এ চুক্তির ফলে ইসরাইলের সঙ্গে দুটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথ খোলে।  সুদান ও মরক্কোও ইসরাইলের সঙ্গে কয়েক মাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়।  

সৌদি আরবের সঙ্গেও ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে—এ রকম গুজবও ছড়িয়ে পড়ে। জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনিও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবকে চাপ দিতে থাকেন। যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আক্রমণের ফলে এই প্রক্রিয়া আটকে যায়।

এদিকে রোববার (২৬ জানুয়ারি) হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 

হোয়াইট হাউসের প্রতিবেদনে বলা হয়, বাদশাহ হামাদ প্রেসিডেন্ট ট্রাম্পকে তার অভিষেকের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং উভয় নেতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রসারিত করার বিষয়ে আলোচনা করেছেন, যার মধ্যে আব্রাহাম চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্পের প্রথম দফা মেয়াদের শেষ দিকে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বাহরাইনসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়।

ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরাইল প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। নতুন মেয়াদে বড় প্রশ্ন হলো, ইতিহাসের ধারা বদলে দেওয়ার জন্য ট্রাম্প কতদূর যাবেন?  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম