Logo
Logo
×

আন্তর্জাতিক

আমেরিকায় পণ্য তৈরি করুন, নইলে শুল্ক দিন: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০১:৩২ পিএম

আমেরিকায় পণ্য তৈরি করুন, নইলে শুল্ক দিন: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বিশ্বের ব্যবসায়ীদের তাদের পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি অন্য কোথাও পণ্য উৎপাদন করেন তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করার সময় সেগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভিডিওকলে যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

হেয়াইট হাউস থেকে ভিডিওকলে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প কর কমানো, শিল্প নিয়ন্ত্রণমুক্ত করা এবং অবৈধ অভিবাসন দমনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আপনারা যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন। আমরা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সর্বনিম্ন কর দেব।  কিন্তু যদি আপনি আমেরিকায় আপনার পণ্য তৈরি না করেন, তাহলে খুব সহজভাবে আপনাকে শুল্ক দিতে হবে। ’

তিনি জানান, তিনি সৌদি আরব এবং পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থার (ওপিজি) কাছে অপরিশোধিত তেলের দাম কমাতে বলবেন।

ট্রাম্প তার বক্তৃতায় ইউক্রেনের যুদ্ধ এবং তেলের দামের মধ্যে একটি যোগসূত্র তুলে ধরেন। নতুন এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদি দাম কমে যায়, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। ’

বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্যও বার্তা দেন ট্রাম্প। তিনি জানান,অবিলম্বে সুদের হার কমানোর দাবি জানাবেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম