Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিমান থেকে লাফের চেষ্টা প্রেমিকের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ পিএম

প্রেমিকার সঙ্গে ঝগড়া, বিমান থেকে লাফের চেষ্টা প্রেমিকের

যাত্রা শুরু করতে প্রস্তুত বিমান। এমন সময় বিমানের ভেতরে এক প্রেমিক শুরু করলেন ফোনে ঝগড়া। বিষয়-প্রেমিকার ফোনে কথা বলা নিয়ে অসন্তুষ্ট প্রেমিক। 

কথা কাটাকাটির এক পর্যায়ে ঠাণ্ডা মাথা গরম হয়ে যায় প্রেমিকের। তাই রেগেমেগে প্লেনের জরুরি বহির্গমন দরজা খুলে ‘ঝাঁপিয়ে পড়ার চেষ্টা’ করেন রাগান্বিত প্রেমিক। 

বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা জেটব্লু ফ্লাইট ১৬১-কে থামানো হয়, কারণ একজন ব্যক্তি বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেয়ার চেষ্টা করেন

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭:৩০ টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি যাত্রা শুরু করবে এমন সময় এই ঘটনাটি ঘটে।

এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে প্লেন থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় প্লেনটি উড্ডয়নে দেরি হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম