Logo
Logo
×

আন্তর্জাতিক

গৃহবন্দির প্রস্তাব নাকচ করেছিলেন ইমরান খান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম

গৃহবন্দির প্রস্তাব নাকচ করেছিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মাধ্যমে গৃহবন্দি করার প্রস্তাব দিয়েছিল সরকার।  তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ইমরান খান। 

এমনটাই দাবি করেছেন পিটিআই নেতা শের আফজাল মারওয়াত। 

মারওয়াত দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও গত বছরের ২২ ডিসেম্বর ইমরান খানকে মুক্তি দেওয়ার পরামর্শ দেন কিন্তু এটিও খারিজ করা হয়। 

তিনি আরও দাবি করেন, এখন আর কোনও গোপন আলোচনা হচ্ছে না। যদি মহসিন নাকভি আলোচনার প্রক্রিয়ার অংশ হতেন, তাহলে বৈঠকটি এতক্ষণে হয়ে যেত বলেও অভিযোগ করেন তিনি। 

পিটিআইয়ের দাবি, ইমরান খানের সঙ্গে বৈঠকের জন্য পিটিআই আলোচনা কমিটিকে সুবিধা দেওয়া হচ্ছে না কারণ কর্তৃপক্ষ চায় না যে প্রক্রিয়া চলাকালীন ইমরান খান কোনও বিবৃতি দেন।

মাওরাত বলেন, গত কয়েক দিনের ঘটনাবলী হতাশা তৈরি করেছে এবং আশা করেন পিটিআই নেতাকর্মীরা আগামীকাল ইমরান খানের দেখা করতে সক্ষম হবে।

পিটিআইয়ের এ নেতা আরও দাবি করেন, সরকার ইমরান খানের সঙ্গে আলোচনা কমিটির বৈঠকের আয়োজন করতে ব্যর্থ হয়েছে।  সরকার আগ্রহী হলে আলোচনা কমিটি এরইমধ্যে ইমরানের সঙ্গে দেখা করত। 

এভাবে চলতে থাকলে, আলোচনায় বসা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম