
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫২ পিএম
বেলুচিস্তানে একবছরে ৫৪৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

আরও পড়ুন
২০২৪ সালে ৩০২টি হামলা চালিয়েছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এরমধ্যে ১০টি ‘বিশেষ অভিযান’ এবং ছয়টি ‘ফিদাইন’ (আত্মঘাতী) মিশনও ছিল।
গোষ্ঠীটির দাবি, এসব অভিযানের ফলে ৫৪৫ জনেরও বেশি ‘শত্রু সেনা’ নিহত এবং কমপক্ষে ৩৭৮ জন আহত হয়েছে।‘ঢাক-২০২৪’ নামে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।খবর বেলুচিস্তান পোস্টের।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে। এদের মধ্যে বেলুচ লিবারেশন আর্মি সবচেয়ে সক্রিয়।
বিএলএ-এর মতে, বেলুচিস্তান থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে পাকিস্তানের অন্যান্য অঞ্চলে উন্নয়ন ঘটানো হলেও এখানকার মানুষ সেই উন্নয়নের অংশীদার হতে পারে না।
বার্ষিক ওই প্রতিবেদনে বিএলএ বলেছে, এসব হামলার মাধ্যেমে তারা পাকিস্তানি বাহিনীর সামরিক স্থাপনা এবং বেলুচিস্তানজুড়ে কথিত ‘সহযোগীদের’ টার্গেট করেছে।
এতে দাবি করা হয়, ৩৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ‘বেলুচ জাতীয় আদালত’ দ্বারা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বিএলএর প্রতিবেদনে আরও জানানো হয়, সংগঠনটির যোদ্ধারা ৩০২টি অভিযানের মধ্যে ১৭৩টিতে পাকিস্তানি বাহিনীর ভারী বস্তুগত ক্ষতি করেছে। এসব হামলায় মোটরসাইকেল, রেললাইন, সেতু, নজরদারি ড্রোন, গ্যাস পাইপলাইন এবং খনিজ বহনকারী ট্রাক ক্ষতিগ্রস্থ হয়েছে
গোষ্ঠীটির মতে, মজিদ ব্রিগেড ছয়টি অভিযান পরিচালনা করে গোয়াদারের বোলানে বেশ কয়েকটি সামরিক স্থাপনা দখল করে।
‘অপারেশন জিরপাহাগ’-এর আওতায় তারা গোয়াদার ও তুরবতে পাকিস্তানি নৌবাহিনীর বিমান ঘাঁটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিসে হামলা ও দখল করার দাবি করে।
করাচিতে চীনা স্বার্থ এবং কোয়েটায় পাকিস্তানি সেনা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বলেও দাবি করেছে তারা।