
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
সরকারের সঙ্গে আলোচনায় বসার আগে শর্ত দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

ইমরান খান। ছবি: সংগৃহীত
আরও পড়ুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের সঙ্গে আসন্ন আলোচনায় বসার আগে চাহিদাপত্রের ‘চূড়ান্ত রূপ’ দেবেন।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্রের বরাতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
সূত্র জানিয়েছে, আলোচনা কমিটি চাহিদাপত্র চূড়ান্ত করতে শনিবার বা সোমবার পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে।
দলীয় সূত্র জানিয়েছে, তবে এই চাহিদাপত্রে পিটিআই সবচেয়ে সিনিয়র বিচারকদের সমন্বয়ে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি করেনি।
সূত্রের মতে, পিটিআই পরবর্তী আলোচনার অধিবেশনে লিখিত আকারে দাবি জমা দেওয়ার পরিকল্পনা করেছে। দলের নেতৃত্ব ভবিষ্যতে আলোচনায় স্পষ্টতা নিশ্চিত করার জন্য তাদের প্রস্তাবগুলোকে আনুষ্ঠানিক করার জন্য প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা কমিটি সমাধানের জন্য একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি বজায় রেখে সংলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের দিকে মনোনিবেশ করেছিল।
এর আগে পিটিআইয়ের নেতারা জানান, সরকারের সঙ্গে চলমান আলোচনায় নিজের মুক্তির জন্য কোনো অনুরোধ করবেন না জেলবন্দি ইমরান খান। জনগণের জন্য কারাভোগ করতে বা যে কোনো ত্যাগ স্বীকারে ইমরান প্রস্তুত বলেও জানিয়ে দলটি।