হাওয়াইয়ে আতশবাজি দুর্ঘটনায় হতাহত ২৪
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
![হাওয়াইয়ে আতশবাজি দুর্ঘটনায় হতাহত ২৪](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/01/02/firework-accident-in-Hawaii-677676c5a6230.jpg)
প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন অধিভুক্ত হাওয়াই দীপপুঞ্জে নতুন বছরের প্রথম দিনে আতশবাজি সংক্রান্ত এক দুর্ঘটনায় কমপক্ষে ২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।
বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।
হাওয়াই নিউজ নাও এবং আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হোনোলুলুর সাল্ট লেক-আলিয়ামানু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ স্থানীয় জনগণকে দুর্ঘটনার এলাকা থেকে দূরে থাকতে বলেছে। যাতে তারা আহতদের চিকিৎসা এবং এলাকায় নিরাপত্তা বজায় রাখতে পারে।
নিউজউইক জানিয়েছে, ঘটনাটি সম্ভবত ১৪ বছর বয়সি এক কিশোরের হাতে আতশবাজি বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।
এ দুর্ঘটনা নতুন বছরের উদযাপনের সময় আতশবাজি ব্যবহারের ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে।