Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না: হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

ইসরাইল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না: হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, দখলদার ইসরাইল এখনও গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

শুক্রবার কাতারভিত্তিক আল জাজিরা টিভি নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

হামদান বলেন, হামাস বন্দিদের মুক্তির বিনিময়ে গাজায় পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু ইসরাইলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে। 

শনিবার সকালে ইরনার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

হামাসের এই কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, দখলদার সরকার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বন্দিদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান।

ওসামা হামদান আরও বলেন, হামাস পূর্বে ইসরাইলি বাহিনীর ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহারের পরিকল্পনাও গ্রহণ করেছিল। তবে নেতানিয়াহু সরকার সেই পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে।

এদিকে শুক্রবার গাজার উত্তরের শহর বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে বর্বর হামলা চালায় ইসরাইল। জায়নিস্ট সেনাবাহিনীর এই হামলার বিষয়ে হামাস কর্মকর্তা বলেন, এই আক্রমণ ইসরাইলি জেনারেলের কথিত পরিকল্পনারই অংশ এবং এটি গাজার জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কোনো বেসামরিক অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

হামদান এ সময় জোর দিয়ে বলেছেন, হাসপাতালটিতে কোনো সশস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল না। তবুও বর্বর বাহিনী সেখানে হামলা চালিয়ে নিরীহ মানুষ, অসুস্থ, আহত ও সেবাদানকারী চিকিৎসকদেরকে হত্যা করেছে।

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম