Logo
Logo
×

আন্তর্জাতিক

ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলের পাল্টা হামলা, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ এএম

ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলের পাল্টা হামলা, নিহত ৬

ইসরাইলকে লক্ষ্য করে গত কয়েকদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রােন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। সম্প্রতি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হওয়ার পর, গত শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পাল্টা জববাে ইসরাইল বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি আন্দোলনের সাথে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হুথি মিডিয়া জানিয়েছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, সানা বিমানবন্দরে হামলা চালানোর পাশাপাশি, এটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হোদেইদাহ, সালিফ এবং রাস কানাতিব বন্দরের সামরিক অবকাঠামোতেও আঘাত করেছে। এছাড়া ইয়েমেনের হেজিয়াজ এবং রাস কানাতিব পাওয়ার স্টেশনেও হামলা চালানোর কথা জানায় ইসরাইল।

ইসরাইলের গাজায় হামলার পর থেকে হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলি স্বার্থ লক্ষ্যবস্তু করে আসছে।  হুথিরা জানায়, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই পদক্ষেপ নিয়েছে।

ইসরাইলের গাজায় হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।  এছাড়া আহত হয়েছে এক লাখের বেশি বেসামরিক মানুষ।  ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের ইসরাইল আক্রমণের পর এই সংঘাত শুরু হয়। এরমধ্যে যুদ্ধবিরতির আলোচনা হলেও এখনো দুই পক্ষ একমত হতে পারেনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম