এরদোগানের আহ্বান
সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
![সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্র হতে দেওয়া যাবে না](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/18/Erdogan-6762e0dca07e6.jpg)
যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে দেওয়া যাবে না। সেই সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তুর্কি প্রেসিডেন্ট এ সময় সিরিয়ার বিষয়ে বলেন, ‘আমাদের এই দেশকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হবে। আইএস এবং পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই ছিল আজকের আলোচনার প্রধান বিষয়গুলোর একটি’।
এরদোগান জোর দিয়ে বলেন, ‘তুরস্কই একমাত্র দেশ এবং সিরিয়ার একমাত্র মিত্র, যারা এই দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে। আমরা কখনই এই সংগঠনগুলোকে পুনরায় মাথাচাড়া দিতে দেব না। লড়াই অবশ্যই চালিয়ে যেতে হবে’।
তিনি এ সময় উল্লেখ করেন যে, কেবল সিরিয়ার জনগণই তাদের দেশের পুনর্গঠন এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার এই ভার বহন করতে পারবে না। সিরিয়ার প্রতিবেশী দেশ, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে যথেষ্ট সমর্থন নিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমি আজ এটি স্পষ্ট করে জানাচ্ছি।
এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত, গত ১৩ বছরে যখন সিরিয়ার মানুষ সহিংসতার শিকার হচ্ছিল, আন্তর্জাতিক সম্প্রদায় তাদের যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। এখন এটি সংশোধন করার সুযোগ তৈরি হয়েছে।
তুর্কি নেতার মতে, সিরিয়ার পুনর্গঠনের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজন। তুরস্ক ইতোমধ্যেই দামেস্কে তার দূতাবাস পুনরায় খুলে দিয়েছে বলেও জানান তিনি।
সেই সঙ্গে, ‘তুরস্ক তার সিরিয়ান ভাইদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে’ বলেও উল্লেখ করেন এরদোগান। সূত্র: তাস