
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম
থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালে বোমা নিক্ষেপ, নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ এএম

আরও পড়ুন
থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত এবং আরো ডজনখানেক আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, উমফাংয়ে মিউজিক ইভেন্ট চলাকালীন ভিড়ের মধ্যে নিক্ষিপ্ত বোমার বিস্ফোরণের পর দুই সন্দেহভাজনকে হেফাজতে রাখা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
উমফাং রেসকিউ গ্রুপের অ্যাসোসিয়েশন অনুসারে, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে মায়ানমারের সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে একটি বার্ষিক উৎসবে পারফরম্যান্সের সময় বিস্ফোরক যন্ত্রটি ভিড়ের মধ্যে নিক্ষেপ করা হয়।
পুলিশ জানিয়েছে, এতে কমপক্ষে ৪৮ জন আহত হয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ এখনও চূড়ান্ত হয়নি। কারণ তদন্ত অব্যাহত হয়েছে।
থাই প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং বলেছেন, স্থানীয় পুলিশ জানিয়েছে বিস্ফোরণের আগে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছিল এবং কোনও বিস্তৃত নিরাপত্তা হুমকি ছিল না। বিস্ফোরক ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।