Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

চিকিৎসা করাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিটন অধিকারী। তার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। 

শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমান‌ জেলার পূর্বস্থলী থানার বেলেরহল্ট উখরা গোসাই পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থেকে কল্যাণীতে চিকিৎসা করছিলেন।

চিকিৎসকরা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাত থেকেই লিটনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।  কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।  প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সি লিটনের। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে। বর্তমানে শুধু শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম