ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত কানাডার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
![ইউক্রেনে বিতর্কিত অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত কানাডার](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/06/236589-6752b060630ff.jpg)
ইউক্রেনে পাঠানোর উদ্দেশে কানাডায় ৩২৪টি মডেলের অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এছাড়া বন্দুকের দোকান থেকে অস্ত্রগুলো সংগ্রহ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছে কানাডা।
বৃহস্পতিবার নারীবিদ্বেষী হামলার ৩৫তম বার্ষিকী উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে কানাডা। খবর এএফপির।
পাবলিক প্রতিরক্ষামন্ত্রী ডমিনিক লেবলাঙ্ক সংবাদ সম্মেলনে বলেন, যতটা সম্ভব যাদের আমরা অপ্রীতিকর হামলায় প্রাণ হারিয়েছি, তাদের স্মৃতির প্রতি সম্মান দিতে চাই। সেই জন্যই আমরা অস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছি এবং এমন অস্ত্রের সরবরাহ সীমিত করতে চাই, যা এই ধরনের ভয়াবহ অপরাধ ঘটাতে ব্যবহৃত হয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো, যেন কানাডায় আর কোনো সম্প্রদায়, কোনো পরিবার আবার অপ্রীতিকর হামলার শিকার না হয়।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী বার্তা পাঠানো হচ্ছে, যারা এই ধরনের আগ্নেয়াস্ত্র চালাচ্ছে তারা অতিদ্রুত জমা দিন, তা না হলো সরকার কঠোর পদক্ষেপ নেবে।
কানাডায় বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের তুলনায় কম হলেও সাম্প্রতিক দশকে দেশে বন্দুক হামলা বা সহিংস অস্ত্রের অপরাধ বেশ বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে কানাডায় এক হাজার ৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
২০২০ সালে কানাডা এক হাজার ৫০০টি মডেলের অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করেছিল, এটি কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অপ্রীতিকর ঘটনা, যেখানে নোভা স্কটিয়া প্রদেশে ২২ জন নিহত হয়েছিলেন।
বৃহস্পতিবারের ঘোষণার পর, কানাডায় এক হাজার ৮০০টির বেশি মডেলের আগ্নেয়াস্ত্র বিক্রি, কেনা বা আমদানি নিষিদ্ধ হয়ে গেছে।
ডিফেন্স মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, অটাওয়া বিক্রেতা এবং গুলি দোকানগুলোর সঙ্গে কাজ করবে, যারা এগুলি তাদের স্টকে রেখেছে, যাতে এই অস্ত্রগুলো কানাডা থেকে বের করে ইউক্রেনের হাতে পৌঁছানো যায়। যেগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ব্যবহার হবে।
তিনি বলেন, আমরা যতটুকু সাহায্য করতে পারব, ততটুকু সহায়তা ইউক্রেনের বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।