Logo
Logo
×

আন্তর্জাতিক

বন্দিবিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

বন্দিবিনিময় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে ইউক্রেন, দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার বন্দিবিনিময় প্রক্রিয়াকে ইউক্রেন বারবার ইউক্রেন বাধাগ্রস্ত করছে বলে দাবি রাশিয়ার। ইউক্রেন নিজেদের ৬৩০ নাগরিককে এই প্রক্রিয়ার আওতায় গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর তাস নিউজ এজেন্সি'র।

বন্দিবিনিময় প্রক্রিয়ায় ইউক্রেনের ‘অসহযোগিতা’র কথা জানিয়ে নিজের টেলিগ্রাম চ্যানেলে জাখারোভা লিখেছেন, ‘বন্দিবিনিময় প্রক্রিয়াকে যতভাবে সম্ভব বাধাগ্রস্ত করছে ইউক্রেন। বিভিন্ন আন্তর্জাতিক সংকটের সময় এই প্রক্রিয়া সফল হলেও তারা এটা থেকে সরে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করছে। এ বিষয়ে দীর্ঘসূত্রিতা তৈরি করে এটাকে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারের চেষ্টা করছে তারা।’

ইউক্রেনের এমন আচরণের ফলে দেশটি আদৌ নিজের নাগরিকদের ফেরত চায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই রাশিয়ান কূটনীতিক, ‘সমস্যা হচ্ছে, তারা (ইউক্রেন) নিজেদের নাগরিকদেরই ফেরত নিতে চায় না। জেলেনস্কির আর ৬৩০ জন ইউক্রেনীয় বন্দিকে দরকার নেই। সে তাদের নিয়ে হাল ছেড়ে দিয়েছে।’

বন্দিবিনিময় প্রক্রিয়া নিয়ে রাশিয়া অসহযোগিতা করছে বলে ইউক্রেনের তরফ করে যে অভিযোগ করা হচ্ছে– তা খণ্ডন করে জাখারোভা যোগ করেন, ‘রাশিয়া বন্দিবিনিময় করতে চায় না বা ইউক্রেনীয় নাগরিকদের ফেরত দিতে চায় না–এটা মিথ্যাচার। এর পক্ষে প্রমাণ আছে।’

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে একে অপরের সঙ্গে যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন। যুদ্ধের একপর্যায়ে দুই দেশের মধ্যে বন্দিবিনিময় শুরু হলেও অভিযোগ-পাল্টা অভিযোগে বিষয়টি নিয়ে এখন দুই মেরুতে রাশিয়া ও ইউক্রেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম