হামা থেকে বিদ্রোহীদের বিতাড়িত করল সিরিয় বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী হামার কেন্দ্রীয় শহরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে জয়লাভ করেছে এবং তাদের ওই এলাকা থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে।
রোববার সিরিয় সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সিরিয় সেনাবাহিনী উত্তর হামার প্রতিরক্ষা লাইন শক্তিশালী করেছে এবং বিদ্রোহীদের সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে।
সামরিক সূত্রটি আরও জানিয়েছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিল্লাত আল-মাদিক শহর এবং মায়ারদেস গ্রামের মতো বেশ কয়েকটি এলাকা থেকে বিদ্রোহীদের বিতাড়িত করেছে এবং ওই অঞ্চলে নিরাপত্তা পুনঃস্থাপন করেছে।
বিদ্রোহীদের বড় আক্রমণ
এর আগে, গত বুধবার ভোরে বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পোর উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিরিয় সেনাবাহিনীর অবস্থানের ওপর ব্যাপক আক্রমণ চালায়। এই আক্রমণগুলো ছিল ২০২০ সালের অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন।
চুক্তিটি তুরস্কের গ্যারান্টি অনুসারে ইদলিব, আলেপ্পোর শহরতলি এবং হামা ও লাতাকিয়ার কিছু অংশকে ‘উত্তেজনা হ্রাসকরণ অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল।
সিরিয় সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই সফল ও দৃঢ়ভাবে চলছে। তারা জনগণকে ওই গোষ্ঠীগুলোর ছড়ানো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে।
সিরিয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক সাফল্য হামার নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। সূত্র: ইরনা