Logo
Logo
×

আন্তর্জাতিক

কাঁটাতারে ফেলানীর লাশ ঝোলা নিয়ে কবীর সুমনের যে প্রশ্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

কাঁটাতারে ফেলানীর লাশ ঝোলা নিয়ে কবীর সুমনের যে প্রশ্ন

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বরাবরই সরব। বাংলাদেশের নানা ইস্যুতে ফেসবুকে লেখালেখি করেন তিনি।

পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে আলোচনার মধ্যেই সুমন কারো নাম না নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কীসের কার অবমাননা হচ্ছিল তখন?’

কারো নাম না নিলেও অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যের ঘরে তা লিখেছেন অনেক অনুসারী।

সুমনের আরেকটি ফেসবুক পোস্ট আলোচনায় ছিল। সেই পোস্টে তিনি লেখেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলংকা, নেপালের বড়দা। ’

‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর। আমি প্রেম করছি, প্রেম করে যাব। ’ আরেক পোস্টে এমনটি লেখেন সুমন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গান লেখেন সুমন। গানটির কয়েকটি লাইন এমন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান’। পরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গানটি গেয়ে শোনান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম