Logo
Logo
×

আন্তর্জাতিক

‘জীবন-মরণ’ লড়াইয়ে ইমরান সমর্থকরা, বুলেট-শেলে অগ্নিগর্ভ ইসলামাবাদ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

‘জীবন-মরণ’ লড়াইয়ে ইমরান সমর্থকরা, বুলেট-শেলে অগ্নিগর্ভ ইসলামাবাদ

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ‘জীবন-মরণের’ লড়াইয়ে নেমেছে তার সমর্থকরা। সেনাবাহিনীর ছোড়া বুলেট-শেল উপেক্ষা করে বিক্ষোভে নেমেছে তারা। এমন পরিস্থিতিতে অগ্নিগর্ভে পরিণত হয়েছে রাজধানী ইসলামাবাদ। 

মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্র ডি-চকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের মুখে আন্দোলন চালিয়ে যাচ্ছে পাকিস্তান-তেহরিক-ইনসাফের (পিটিআই) সদস্যরা।খবর আলজাজিরা, ডন, এএফপির। 

আলজাজিরার প্রতিনিধি কামাল হায়দার ডি-চক থেকে বলেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাক রেঞ্জার্সের সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুড়েছেন। 

তিনি বলেন, এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। ডি-চকের আকাশে কাঁদানে গ্যাসের ঘন মেঘ তৈরি হয়েছে। 

হায়দার বলেন, নিরাপত্তা বাহিনীর তীব্র গুলি ও কাঁদানে গ্যাস শেলের ব্যবহারে বিক্ষোভকারীরা পিছু হটলেও পরে আবারও ডি-চকে ফিরেছেন। ইসলামাবাদে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা আহত কয়েকজন বিক্ষোভকারীকে নিয়ে যেতে দেখেছি। তারা বলছেন, আহতের সংখ্যা প্রচুর হলেও তারা ডি-চক ছাড়বেন না। সেখানে আরও বেশিসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। সরকার কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে, সেটি গুরুত্বপূর্ণ।’

ইসলামাবাদের চারপাশের সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর বসানো প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে মঙ্গলবার সকালের দিকে ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে পৌঁছান পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক। সেখানে পৌঁছে কনটেইনারে উঠে তারা ইমরান খানের মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং পিটিআইর পতাকা উত্তোলন করেন। 

এদিকে পিটিআই সমর্থকদের বাধা দেওয়ার জন্য কৌশলগতভাবে কনটেইনার এবং কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য। 

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সামাজিক যোগযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, পুলিশের গুলিতে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মুলতান, রাজানপুর, গুজরাট, দেরা গাজি খানসহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট-সেবা ব্যাহত হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম