নো মুডে বুশরা, ‘রক্তের গন্ধ পাচ্ছেন’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম
সংগৃহীত
ইসলামাবাদমুখী জনস্রোত ও বিক্ষোভ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মুডে নেই ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি এখন রক্তের ঘ্রাণ পাচ্ছেন। এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা ইসলামাবাদমুখী জনস্রোতে এখন উত্তাল পাকিস্তান। বিক্ষোভ–মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। যার নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
এরইমধ্যে এই বিক্ষোভে আহত ও নিহত হয়েছেন বেশ কয়েকজন। এই অবস্থায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
জিও নিউজের অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ বক্তৃতাকালে পিএমএল-এন নেতা বলেন, ‘তিনি (বুশরা) জানেন যে তিনি ডি-চকের কাছাকাছি এবং একজন নেতা হয়ে উঠেছেন। কাজেই তিনি তার সুবিধা নিয়ে চাপ দেবেন। তারা (পিটিআই) বিশ্বাস করে যে তাদের একটি সুবিধা আছে। কাজেই তারা ইসলামাবাদে অগ্রসর হবে।’
আসিফের ধারণা ছিল যে কোনো মূল্যে রাজধানীকে রক্ষা করার জন্য সরকারের ‘ক্লিয়ার কাট’ সংকল্প প্রকাশ করা উচিত এবং বিশেষ করে যখন একজন বিদেশী বিশিষ্ট ব্যক্তি, বেলারুশের রাষ্ট্রপতি দেশ সফর করছেন।
বুশরা নেতৃত্ব নিয়ে খাজা বলেন, প্রাক্তন ফার্স্ট লেডি নেতা হওয়ার জন্য আজীবন সুযোগের অপেক্ষা করেছেন। আর সেই সুযোগটি তিনি এখন পেয়েছেন। কাজেই তিনি এখন এই সুবিধাটি নেবেন।
বুশরার সঙ্গে সরকার আলোচনায় যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বুশরা বিবি আপোষ করার ‘মুডে’ নেই। ক্ষমতা তার হাতে এবং তিনি এটি অনুভব করতে পারছেন। তাছাড়া ইমরান জানেন যে তার স্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।’