Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরাইলি নিরাপত্তা মহলে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

গ্রেফতারি পরোয়ানায় উদ্বেগ বাড়ছে ইসরাইলি নিরাপত্তা মহলে

ইসরাইলি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার, বিশেষ করে সেনাপ্রধান হারজি হালেভির বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির খবরে ইসরাইলের নিরাপত্তা মহলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। 

খোদ দেশটির গণমাধ্যমগুলোই এ খবর জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা।

গ্রেফতারি পরোয়ানা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইসরাইলি রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে গোপন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই পরোয়ানার ভিত্তিতে হেগ আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে, কিছু দেশ অস্ত্র সরবরাহে বিলম্ব বা লাইসেন্স স্থগিত করার উদ্যোগ নিয়েছে। যা ইসরাইলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

জবাবি পদক্ষেপ

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলি প্রশাসন বিভিন্ন জবাবি পদক্ষেপের কথা ভাবছে। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকার জন্য মানবিক সহায়তা কমিয়ে দেওয়া।

ইসরাইলের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আগে যদি একটি সরকারি তদন্ত কমিটি গঠিত হত, তাহলে এই পরোয়ানা এড়ানো যেত।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গাজার মানবিক সংকট

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছাড়িয়েছে। অব্যাহত বোমা বর্ষণে গাজা একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের কার্যক্রম ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ইসরাইলের সামরিক ও কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। সূত্র: ইরনা

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম