নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অস্ট্রেলিয়াকে আইসিসির সদস্যপদ ত্যাগের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ ছাড়তে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে, অ্যাবট আইসিসিকে ‘সন্ত্রাসী আগ্রাসন এবং জাতীয় আত্মরক্ষার মধ্যে কোনও পার্থক্য না করার’ অভিযোগ করেছেন এবং ইসরাইলি নেতাদের জন্য ওয়ারেন্ট জারি করাকে ‘লজ্জাজনক প্রতারণা’ হিসাবে বর্ণনা করেছেন।
তিনি আরো বলেন, ‘এটি পুনর্বিবেচনা না করা পর্যন্ত, অস্ট্রেলিয়াকে এই আপসহীন এবং বিরোধপূর্ণ সংস্থা থেকে প্রত্যাহার করা উচিত।
২০১৫ সালে নেতৃত্বের চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন অ্যাবট। ২০২১ সালে করোনাকালীন সময়ে মাস্ক না পরায় জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অস্ট্রেলিয়ার সাবেক এই
প্রধানমন্ত্রীকে জরিমানা করে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ।
আর এখন তিনি বলছেন, আইসিসির মতো স্বীকৃত জাতিসংঘের সংস্থা থেকে অস্ট্রেলিয়াকে বেরিয়ে যেতে।
তবে শুক্রবার বর্তমান অ্যান্থনি আলবানিজ সরকার জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের করার জন্য আদালতের রায় অনুসরণ করবে।
এদিকে নেতানিয়াহুকে হাঙ্গেরিতে আমন্ত্রণ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বুধবার নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মধ্যে এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক ন্যায়বিচারের বিষয়ে হাঙ্গেরির অবস্থান এবং ইসরাইলের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছে।