ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কে বুশরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম
সংগৃহীত
২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন তার স্ত্রী বুশরা বিবি। এক বিরল ভিডিও বার্তায় ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য সৌদিকে দায়ী করেন বুশরা। যা এখন পাকিস্তানের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সমালোচকদের দাবি, আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ব্যর্থ হয়েছেন বুশরা। পার্টির কর্মীরা প্রতিবাদে অংশ না নিয়ে গ্রেফতার হওয়ার ঝুঁকি এড়াতে চেয়েছেন। পিটিআই নেতাদের তীব্র প্রচেষ্টা সত্ত্বেও তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যে কারণে বুশরা এমন ভিডিও বার্তা দিয়েছেন।
দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক ভূমিকা না থাকা সত্ত্বেও বুশরার বিচারক ও আইনজীবীদের সম্বোধন করা নিয়ে প্রশ্ন উঠেছে। সৌদি আরবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন বুশরা এমন দাবি সমালোচকদের। তাদের মতে বুশরার এই মন্তব্যগুলি বহিরাগত স্বার্থের প্রভাবে করা হয়েছে। বিশেষ করে স্বর্ণকার এবং ইহুদি লবির সাথে যুক্ত ব্যক্তিরা এটি তাকে দিয়ে করিয়েছে।
রাজনৈতিক লাভের জন্য সহিংসতা উসকে দেওয়া এবং বিচার বিভাগকে উসকানি দেওয়ার অভিযোগে বুশরাকে নিয়ে বিতর্ক আরও বেড়েছে। যে কারণে বুশরার সমালোচকদের দাবি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। কেননা, তার বিবৃতিতে ইমরান খান এবং তার কথিত দুর্নীতির ব্যাপারে সাফাই গাওয়া হয়েছে। এছাড়াও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়েছে।