Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায়কে সমর্থন জানালেন বর্ষীয়ান মার্কিন সিনেটর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায়কে সমর্থন জানালেন বর্ষীয়ান মার্কিন সিনেটর

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে  আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

মার্কিন সিনেটে উদার প্রগতিশীল হিসেবে পরিচিত স্যান্ডার্স।  প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র এই সিনেটর গাজায় যুদ্ধবিরতির ব্যর্থতার জন্য তিনি বাইডেন প্রশাসনের কট্টর সমালোচক।  একইসঙ্গে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কন্ঠস্বর।

আইসিসির রায় নিয়ে স্যান্ডার্স বলেছেন, ‘এরা সবাই বেসামরিক মানুষদের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালিয়েছে এবং অকল্পনীয় মানবিক দুর্ভোগের জন্য দায়ী।’

দীর্ঘ বিবৃতির পাশাপাশি এক্সে এক পোস্টে বর্ষীয়ান এই সিনেটর বলেন, ‘বিশ্ব যদি আন্তর্জাতিক আইনকে সমর্থন না করে, আমরা আরও বর্বরতার দিকে নামব’।

স্যান্ডার্স আরো বলেন, ‘আমি আইসিসির সাথে একমত’। 

মঙ্গলবার ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব তুলেন বার্নি স্যান্ডার্সসহ কিছু ডেমোক্র্যাট সিনেটর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকে দিতে মার্কিন সিনেটে এই চেষ্টা চালানো হয়েছিল।  

স্যান্ডার্সের পাশাপাশি সিনেটর পিটার ওয়েলচ, জেফ মার্কলি, ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন প্রমুখ ইসরায়েলকে গোলাবারুদ দেওয়া বন্ধের জন্য তোলা প্রস্তাবটিতে সমর্থন দেন।  যদিও ভোটাভুটিতে বিপুল ভোটে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব খারিজ হয়ে যায়।  

এরপরও বলা যায়, বার্নি স্যান্ডার্সের অবস্থান এবং তার কন্ঠস্বর ফিলিস্তিনি প্রশ্নে গুটিকয়েক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মধ্যে আলাদা। কারণ যেখানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সবাই  ইসরাইলকে বিনা শর্তে সমর্থন দিচ্ছে, সেখানে স্যান্ডার্সের মতো একজন সিনেটর প্রতিবাদ এবং লড়াই অব্যাহত রেখেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম