উত্তর ফ্রান্স উপকূল থেকে দুই অভিবাসীর মরদেহ উদ্ধার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ এএম
ফ্রান্সের উত্তর উপকূলের পা-দ্য-কালে এবং সোম উপকূল থেকে দুই অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ নিয়ে গত ৩০ অক্টোবর থেকে এ অঞ্চলে নিহত অভিবাসীর সংখ্যা ১৪ পৌঁছেছে৷
প্রথম মরদেহটি উদ্ধার করা হয় রোববার (১৭ নভেম্বর)৷ পা-দ্য-কালে উপকূলের মার্ক সৈকতে ওই অভিবাসীর দেহাবশেষ খুঁজে পায় ফরাসি কর্তৃপক্ষ৷
স্থানীয় বুলন সুর মের অঞ্চলের পাবলিক প্রসিকিউটর কার্যালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি৷
এ বিষয়ে একটি বিচারিক তদন্ত চালু করে সেটি কালে থানায় ন্যস্ত করা হয়েছে৷ এটির উদ্দেশ্য হবে মৃত্যুর কারণ নির্ধারণ করা এবং পরিচয় শনাক্ত করা৷
দ্বিতীয় মরদেহটি বুধবার (২০ নভেম্বর) সোমে অঞ্চলের কোয়েন্ড উপকূল থেকে উদ্ধার করা হয়েছে৷ কোয়েন্ড নটিক্যাল ঘাঁটির কাছে একটি সৈকতে হাঁটার সময় একজন ব্যক্তি মরদেহটি খুঁজে পেয়েছিলেন৷
বেশ কয়েক দিন পানিতে ভেসে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে উত্তর ফ্রান্সের স্থানীয় দৈনিক লা ভোয়া দ্যু নর্দ৷
স্থানীয় প্রেফেকচুর জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় নির্ধারণে বিশেষ তদন্ত করা হবে৷ সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুই মৃতদেহ উদ্ধারের ফলে ৩০ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত অভিবাসী সংখ্যা ১৪-এ পৌঁছেছে।
নভেম্বরের শুরু থেকে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টারত অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা অব্যাহত রয়েছে।
২০১৮ সাল থেকে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ছোট নৌকায় চ্যানেল পারাপার শুরু হয়েছিল। ২০২৪ সালে এসেও এটি থামছে না। চ্যানেলে অনিয়মিত অভিবাসন ঠেকাতে ফ্রান্স এবং ব্রিটেন একের পর চুক্তি করলেও কার্যকর ভূমিকা রাখতে পারেনি।