Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় বাস্তবায়ন করা উচিত: ইইউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় বাস্তবায়ন করা উচিত: ইইউ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র সমালোচনা করেছে মিত্র যুক্তরাষ্ট্র। তবে আইসিসির এই রায়কে আইনি বিষয় হিসেবে সম্মান জানানো উচিত বলেছেন ইউরোপীয় ইউনিয়ন।

বলা যায়, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় নিয়ে দ্বিধাবিভক্ত যুক্তরাষ্ট্র এবং ইইউ।

যুক্তরাষ্ট্র বলছে, এই রায় আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক। এর মাধ্যমে সন্ত্রাসীদের পুরষ্কৃত করা হচ্ছে। শুধু তাই নয় নেতানিয়াহুকে রক্ষার জন্য একাট্টা রিপাবলিক এবং ডেমোক্র্যাট শিবিরের সবাই।

তবে ইউরোপীয় বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, আদালতের রায় একটি আইনি বিষয়, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়।  তার ভাষ্য, সদস্য দেশগুলোর উচিত গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করা, একইসঙ্গে এটি বাস্তবায়ন ও বহাল রাখা উচিত।

বোরেল আরো বলেন, গাজার ট্র্যাজেডি বন্ধ করতে হবে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের এক রায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে এবং হামাস কর্মকর্তাদেরকে ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী করা হয়েছে।

যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি এবং ফ্রান্স সকলেই বলেছে যে তারাও আইসিসিকে সমর্থন করে, কিন্তু উল্লেখ করেছে যে তারা অন্যান্য ইউরোপীয় নেতাদের সাথে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে কী করতে হবে তা নিয়ে আলোচনা করবে।

এখানে উল্লেখ্য বিষয় হল, ইসরাইল আইসিসির সদস্য নয়, নেতানিয়াহু এবং গ্যালান্টের তাই নিজদেশে গ্রেফতার হওয়ার কোনও ভয় নেই, তবে এই পরোয়ান গাজা এবং লেবাননের যুদ্ধের কারণে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি রয়েছে৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম