পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:০২ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
বৃহস্পতিবার খাইবারপাখতুনখাওয়ার উপজাতি অধ্যুষিত কুররম এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী।
তিনি বলেন, কুররম উপজাতীয় জেলায় বন্দুকধারীদের হামলায় তিন ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে। সেখানে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা।
আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মাঝে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে।
তবে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
খাইবার পাখতুনখাওয়ার পারাচিনারের স্থানীয় বাসিন্দা জিয়ারাত হুসাইন টেলিফোনে রয়টার্সকে বলেছেন, দু’টি যাত্রীবাহী ভ্যান পেশোয়ার থেকে পারাচিনারে এবং পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাত্রী নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা গুলি চালিয়েছেন।
দুটি ভ্যানের একটিতে করে তার স্বজনরাও পেশোয়ার থেকে যাত্রা শুরু করেছিলেন বলে জানিয়েছেন জিয়ারাত হুসাইন।
এদিকে যাত্রীবাহী ভ্যানে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
তিনি বলেন, নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা একেবারে কাপুরুষোচিত ও অমানবিক কাজ। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে।
তিনি আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সূত্র: জিও নিউজ