গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা ও ঘুস দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হওয়ার পর বৃহস্পতিবার ভারতে ওই শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
একটি বিবৃতিতে আদানি গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বিচার অভিযোগ যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একটি ‘আইন মেনে চলা’ সংস্থা হিসেবে তারা বিদ্যমান সব নিয়মকানুনের প্রতি ‘কমপ্লায়ান্ট’ বলেও দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।
অন্যদিকে ভারতের পার্লামেন্টে বিরোধী দলনেতা ও কংগ্রেস এমপি রাহুল গান্ধী এদিন দিল্লিতে এক বৈঠকে দাবি করেছেন, শিল্পপতি গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতার করা উচিত এবং তিনি যে সব অন্যায় করেছেন তার জন্য আদানির শাস্তিও ভোগ করা দরকার।
রাহুল গান্ধী বলেন, কিন্তু মুশকিল হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তার প্রিয় গৌতম আদানিকে আড়াল করে চলেছেন।
এদিকে মার্কিন আদালতে গৌতম আদানিসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার খবর সামনে আসার পর ভারতের শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দরে ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে।
আদানি এনার্জি সলিউশনস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস, আদানি উইলমার-সহ বিভিন্ন শেয়ারের দর বাজার খোলার পরই প্রায় এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত পড়ে যায়।