Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ইউক্রেনে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন বাইডেনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

এবার ইউক্রেনে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন বাইডেনের

মার্কিন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে ট্যাংক-বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। শুধু তাই নয়, এরইমধ্যে রাশিয়ার বিরুদ্ধে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাও চালিয়েছে কিয়েভ। রাশিয়ার সঙ্গে উত্তেজনার নতুন মাত্রার রেশ না কাটতেই এবার ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমতি দিয়েছে হোয়াইট হাউজ।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।  

ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র  সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহের কারণে রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা। 

মূলত মনুষ্য বিহীন মাইন শারীরিক বাধা তৈরি করে সেনাদের চলাচলে বাধা দেবে এবং সার্বক্ষণিক ঝুঁকি তৈরি করবে। পদাতিক বাহিনী এবং সরবরাহ লাইনকে লক্ষ্য করে, এই মাইনগুলি শত্রুর অপারেশনাল টেম্পোকে ব্যাহত করার উদ্দেশ্যে ব্যবহার হয়। এর ফলে রাশিয়ার আক্রমণাত্মক ক্ষমতা হ্রাস পাবে।

বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণে মনুষ্যবিহীন মাইনের ব্যবহার বিতর্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়েছে যে মাইনগুলো নির্দিষ্ট, নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে।  যেখানে তাদের সামরিক কার্যকারিতা সম্ভাব্য মানবিক উদ্বেগের চেয়ে বেশি। 

মঙ্গলবার, ইউক্রেন যুদ্ধের ১ হাজার তম দিনে বাইডেনের বিদায়ী প্রশাসনের কাছ থেকে সদ্য মঞ্জুর করা সুবিধা নিয়ে রাশিয়ার ভূখণ্ডে ট্যাংকবিরোধী মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে জেলেনস্কি সরকার।

মস্কো বলেছে, সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ওয়াশিংটন এখনও ইউক্রেনকে সরবরাহ করেছে, এটি একটি স্পষ্ট সংকেত যা পশ্চিমারা সংঘাত বাড়াতে চেয়েছিল।

মঙ্গলবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত কমিয়ে দিয়েছেন।

রাশিয়া বারবার বলে আসছে, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দেয় তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেনের যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম