২০২৫ সালে দেখা যাবে যুদ্ধে কারা বিজয়ী: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রায় তিন বছর আগে রাশিয়া যে যুদ্ধ শুরু করেছে এতে জয় নির্ধারিত হবে ২০২৫ সালে।
ইউক্রেনের পার্লামেন্টে মঙ্গলবার এ কথা বলেছেন
জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধের বিজয়ী কারা তা নির্ধারণের সময় ঘনিয়ে এসেছে। আগামী বছরই
বিশ্ব জানতে পারবে কারা জয়ী। ইউক্রেনকে কারও নিয়ন্ত্রণে তুলে দেওয়া হবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার
ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দিয়ে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া সিদ্ধান্তটির প্রশংসা করেছে ইউক্রেন। সোমবার
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কিয়েভের
আত্মবিশ্বাস জোরাল হবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সামনে রেখে
সিবিগা বলেন, এ সিদ্ধান্ত গেম চেঞ্জার হতে পারে। যত দীর্ঘ সময় ইউক্রেন হামলা চালাতে
পারবে, যুদ্ধ তত কম সময় স্থায়ী হবে।
যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইউক্রেনের ওপর রাশিয়ার
হামলার এক হাজার দিন পূর্তি উপলক্ষে নিরাপত্তা পরিষদের ওই বৈঠক আয়োজন করা হয়েছে।
সিবিগা মনে করেন, রাশিয়ার ভূখণ্ডে সামরিক
স্থাপনায় হামলার পূর্ণ অধিকার কিয়েভের আছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর
এর (বাইডেনের সিদ্ধান্তের) ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার
দুই মাস আগে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন
জো বাইডেন। নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দুই মাস পর বাইডেনের স্থলাভিষিক্ত হবেন। ধারণা
করা হয়, ট্রাম্প কিয়েভকে সহযোগিতার ব্যাপারে কম আগ্রহী।
গতকাল সোমবার রাশিয়া অভিযোগ করেছে, বাইডেন এ পদক্ষেপের
মধ্য দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছেন।