আবারও শ্রীলংকার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ এএম
শ্রীলংকার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন।
সোমবার তিনি তাকে এ পদে নিয়োগ দেন। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে সামাজিক-নৃতত্ত্বে ডক্টরেট করা হরিণী শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও সামলাবেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন প্রবীণ আইনপ্রণেতা বিজিতা হেরাথ। আর দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠাতে গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় নিজের কাছে ধরে রেখেছেন অনূঢ়া। আজ মঙ্গলবার আইনপ্রণেতারা পার্লামেন্টের স্পিকার নির্বাচন করবেন।
বৃহস্পতিবার শ্রীলংকায় আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৫৯টি পেয়েছে অনূঢ়ার ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট। যা দেশটির ইতিহাসে কোনো জোট বা দলের জন্য সবচেয়ে বড় জয়। আগাম নির্বাচনে এনপিপি জোট ৭০ লাখ অর্থাৎ ৬২ শতাংশ ভোট পেয়েছে। এর আগে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় অনূঢ়া ৪২ শতাংশ ভোট পেয়েছিলেন। তখন পার্লামেন্টে এনপিপির আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম এ নির্বাচন দেন।